নজরুল ইসলাম,নান্দাইল প্রতিনিধি : নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩নভেম্বর) বিকাল ৪ টা থেকে ৩ ঘন্টা ব্যাপী নান্দাইল নতুন বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে যুগ্ন সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম লিটন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিন্টু মিয়া, কোষাধ্যক্ষ রিপন চন্দ্র বর্মন, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম,সদস্য মোশারফ হোসেন ও শামছুল হক সহ প্রমুখ।

কার্যনির্বাহী সভায় প্রেসক্লাবে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় ৪ জনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনকে গতিশীলতার লক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়েছে। পাশাপাশি প্রেসক্লাবে মো. নজরুল ইসলাম (সাপ্তাহিক ইনকোয়ারী রির্পোট),মো. জাহাঙ্গীর আলম(সাপ্তাহিক আল-মিনার), এইচএম মিজান (সিটিজেন জার্নালিষ্ট) এ ৩ জন কে প্রেসক্লাবের নতুন সদস্য করা হয়েছে।

নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতির ফজলুল হক ভূঁইয়ার সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।