নজরুল ইসলাম, নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার নতুন কার্যালয় উদ্বোধন করেন এমপি তুহিন। সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন ও পৌর মেয়র রফিক উদ্দিন ভুইয়ার অকান্ত পরিশ্রমের ফলে দীর্ঘ ২৪ বছর পর নান্দাইল পৌরসভা ভাড়া অফিস ত্যাগ করে নিজস্ব নতুন কার্যালয়ে আগমন ঘটেছে। তাদের হাত ধরে পৌরসভাটি তৃতীয় শ্রেণি থেকে প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে।
এতে নান্দাইল পৌরসভার মেয়র, প্যানেল মেয়র, ওয়ার্ড কাউন্সিলরগণ, পৌর অফিসের কর্মকর্তা, কর্মচারীগণ সহ পৌরবাসীদের মনে যেন নতুন আনন্দ বিরাজ করছে। বৃহস্পতিবার (৯ই সেপ্টেম্বর) বিকালে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে পৌরসভার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। নান্দাইল পৌর সভার মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে নতুন ভবনের উদ্বোধন করেন।
প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন –
নান্দাইল পৌরসভা কে
অারো উন্নীত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
এছাড়া পৌরসভার কাউন্সিলর শাহীনুর আলম শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর, জেলা পরিষদ সদস্য আবু বক্কর ছিদ্দিক বাহার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব শরাফ উদ্দিন ভুইয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির, অধ্যাপক আবুল কাশেম লাভলু, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল প্রমুখ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ, আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ ও নান্দাইলে কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।