নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় টিকটক ভিডিও করার জন্য ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত তিনজনকে এলাকাবাসী ধরে পুলিশে দিয়েছেন।
গতকাল ধর্ষণ মামলা দায়েরের পর তাদের গ্রেফতার দেখানো হয়। পলাতক রয়েছে প্রধান আসামি। বন্দরের একরামপুর ইস্পাহানী মাঝি গলিতে গত বুধবার রাতে ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত সবার বয়স ১৮ বছরের নিচে।
বন্দর থানার ওসি দীপক চন্দ্র বলেন, টিকটক ভিডিও করার জন্য বুধবার বিকালে কিশোরীকে তার নানির বাড়ি থেকে ডেকে নেয় কথিত প্রেমিক বিল্লুসহ পাঁচজন। কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় তারা রাত পর্যন্ত শুটিং করে। রাত ৯টার দিকে ইস্পাহানী মাঝির গলি এলাকার নির্জন স্থানে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে বিল্লু। এ সময় তার চার সহযোগী ঘটনাস্থল পাহারা দেয়। এলাকাবাসী ধর্ষণের বিষয়টি টের পেয়ে তিন সহযোগীকে আটক করে।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।