মোঃ এনামুল হক, লোহাগড়া স্টাফ রিপোর্টারঃ
নড়াইলের দৃষ্টিনন্দন বাঁধাঘাট সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দিরের উদ্বোধন হয়েছে।আজ রোববার দুপুর ১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
উদ্বোধক হিসেবে ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা ও যশোর-নড়াইল রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দ।
মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস,নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু,নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, কালিয়া পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, বাঁধাঘাট সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দিরের সাধারন সম্পাদক নিলাংশু শেখর সরকার নীপু, কার্যকরী সভাপতি অসীম কাপুড়িয়া প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধাঘাট সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দিরের সভাপতি শিশির কুমার বৈরাগী।
উপস্থিত ছিলেন নড়াইল জেলা আরজেএফ সভাপতি
সাজ্জাদ আলম খান সজল
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।