নড়াইলে নরসুন্দরের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার বিতরণ করা হয়েছে।বুধবার (৫মে) নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসনের আয়োজনে ২২০ জন নরসুন্দরের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বিশেষ উপহার খাদ্য সামগ্রীর প্যাকেট প্রদান করা হয়।
প্রত্যেক প্যাকেটে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল ও ২টি সাবান দেয়া হয়।
করোনায় ক্ষতিগ্রস্থ নরসুন্দরদের মাঝে প্রধানমন্ত্রীর এ উপহার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোঃ ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, জেলা ত্রান কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, এনডিসি মোঃ জাহিদ হাসান, নরসুন্দর সমিতির সভাপতি মৃত্যঞ্জয় শীলসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন , সাংবাদিকসহ খাদ্য সামগ্রী প্রাপ্তরা এ সময় উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।