লোহাগড়া স্টাফ রিপোর্টারঃ

নড়াইল জেলার লোহাগড়া উপজেলাধীন লক্ষীপাশা চৌরাস্তা, দিঘলিয়া চৌরাস্তা, লুটিয়া বাজার চৌরাস্তা, তিনটি জায়গাতে স্পিড ব্রেকার প্রয়োজন মনে করেন, বললেন “রুর‍্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ) লোহাগড়া উপজেলার সভাপতি সাংবাদিক মোঃ এনামুল হক

৮নং দিঘলিয়া ইউনিয়ন মেইন রোড চৌরাস্তা বিভিন্ন প্রকারের মানুষ, গাড়ি,চলাচল করে,বিশেষ করে কেজি স্কুল,হাইস্কুল, ডিগ্রীকলেজ,একই রোডে যাতায়াত করে।এই ইউনিয়ন বাজার বহুবছর পূর্বের,সাপ্তাহিক হাট।এই দিঘলিয়া বাজারে বিভিন্ন ইউনিয়ন থেকে মানুষের সমাগম। প্রায় দেখা যায় মেইন রোড দিয়ে গতিরোধ না করে গাড়ি হাইস্প্রীটে চালায়,সাইড রোড থেকে একই গতি নিয়ে চলে মাঝেমধ্যে দূর্ঘটনার শিকার হয়।চৌরাস্তায় কোন নিরাপদ নেই, মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে।

স্পিড ব্রেকার সাংকেতিক চিহ্ন না থাকায় প্রায়ই ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটছে। সাধারণত গ্রাম সড়কে দুর্ঘটনা কমাতে বিশেষ করে চৌরাস্তায় ৪টি জায়গাতে স্পিড ব্রেকার দেওয়া প্রয়োজন।

দিঘলিয়া চৌরাস্তায় চারটি স্পিড ব্রেকার দেওয়ার জন্য জেলা প্রশাসক মহোদয়ের উপর দৃষ্টি আর্কষন করছেন দিঘলিয়ার মানুষ ও সড়ক যানবাহনকারীরা।সড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রীদের চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। স্পিড ব্রেকার থাকলে দূর্ঘটনার থেকে মুক্ত পাবে।মেইন রোডের গাড়ি সাইড রোডের গাড়ি বা যানবাহন দেখা যায় না, দোকানগুলি রাস্তার সাথে মিশে আছে।

স্পিড ব্রেকার না থাকার কারণে সাইকেল, ভ্যান, মোটরসাইকেল চালকরাও সমস্যায় পড়েছেন। প্রতিদিন দুর্ঘটনা ঘটছে,সাধারণত দুর্ঘটনা কমাতে স্পিড ব্রেকার প্রয়োজন মনে করেন লোহাগড়া উপজেলা”আরজেএফ”সভাপতি মোঃ এনামুল হক আরো বলেন দিঘলিয়া ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন বিভিন্ন পেশার মানুষ ও সরকারী চাকুরিজীবি, মুক্তিযোদ্ধার কমান্ডারসহ মুক্তিযোদ্ধার বসবাস।

নড়াইল জেলা প্রশাসক মহোদয়ের নিকট দিঘলিয়া ইউনিয়নবাসীর দাবী, দ্রুত দিঘলিয়া মেইন রোড চৌরাস্তায় ৪টি স্পিড ব্রেকার দেওয়ার জন্য জোরদাবী করেছেন।