মোঃ এনামুল হক,লোহাগড়া স্টাফ রিপোর্টার: নড়াইল জেলা পরিষদে আজ সুজন-সুশাসনের জন্য নাগরিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন,নড়াইল জেলা আরজেএফ সভাপতি ও কেন্দীয় কমিটির যুগ্ম মহাসচিব,সাঃসম্পাদক উজ্জল কুমার দাস,মহিলা বিষয়ক সম্পাদক সোহানা পারভিন জনি, কমিটির আরোও অনেকেই।
লোহাগড়া উপজেলা আরজেএফ কমিটির সভাপতি মোঃ এনামুল হক(সাংবাদিক পদকপ্রাপ্ত),সাঃসম্পাদক ইমরুল হাসান,কোষাধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম আকাশ,সদস্যবৃন্দ মোঃ জাহিদ খান,মোঃ উলফাদ শেখ,আব্দুর রহমান,মোঃ সাজ্জাদুর রহমান(সবুজ কাজী)। আর টিভির প্রতিনিধিসহ আরোও অনেকই উপস্থিত ছিলেন। নড়াইল জেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ ৩০নভেম্বর২০২১ইং সকাল ১১টার সময় সুজন-সুশাসনের জন্য নাগরিক বিষয়ের উপর আলোচনার কার্যক্রম শুরু হয়। আলোচনার কোরআন তেলোআত করেন ডাঃ হাবিবুর রহমান। শুভেচ্ছা বক্তব রাখবেন জেলা সাঃসম্পাদক মোঃ মাহফুজুর রহমান,বর্তমান মাদকের প্রবনতা বেশি,প্রতিটি পিতা মাতা সন্তানদের প্রতি নজর রাখতে হবে,তিনি বলেন সরকার মাদকের উপর নজর ও তৎপরতার প্রবনতা বেশি।তিনি আরো বলেন সাংবাদিকদের এবিষয়ের উপর দৃষ্টি দিতে কামনা করেন,তিনি বলেন মোবাইল একটি যুবসমাজের নষ্ট করার কারিকর,সেই সাথে পারিবারিকভাবে সন্তানদের প্রতি নজর রাখতে হবে। নড়াইলের এডিশোনাল (এএসপি) মোঃ রিয়াজুল ইসলাম বলেন পুলিশ মাদক সংক্রান্ত বিষয়ের উপর কথা বলেন,কিশোর কিশোরী বিনষ্ট হয়ে যাচ্ছে, লেখাপড়ার প্রতি অমনোযোগী,নেশাগ্রস্থে আশক্ত হচ্ছে। তিনি বলেন বর্রতমান ব্যবসা তিনটি,(মাদক,অস্ত্র, নারী) বর্তমান এই তিনটি বিষয়ের উপর ব্যবসা চলছে এবং নগদ টাকা,তবে এই অপকর্মের প্রতি নজর দিতে বলেন সাংবাদিকদের,তিনি বলেন মিডিয়া যদি একটু কষ্ট করে নজরদারী করে তাহলে রাষ্ট্রদোহী কাজ বন্দ করা সম্ভব।তিনি বলেন আমার যোগাযোগ নাম্বারে তথ্য দিবেন, যথাযথা ভাবে পালন করিবো।সর্বশেষ সকলের সহযোগীতায় কামনা করেন,তাহলে সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব। প্রধান বক্তা মোঃ মামুন ইব্রাহীম (জেলা তথ্য অফিস)বলেন মাদকদ্রব্য কিভাবে নির্মূল হবে সেই বিষয়ের উপর কথা বলেন,তিনি বলেন সাধারন মানুষের মধ্যে গলদ রয়েছে সে সম্পর্কে কথা বলেন।পূর্বের সমাজ নিয়ে কথা বললেন,বর্তমান সমাজ নিয়ে কথা বললেন। মামুন ইব্রাহীম বলেন মাদকের সংজ্ঞা বড় কথা নয়,সবচেয়ে বড়কথা ফেসবুক,টিকটক,এসকল বিষয় নিয়ে সাংবাদিকদের বলেন যুব সমাজরে জন্য এখন কিছু করা যায় কিনা,সন্তান কোন পরিবেশে মিলিত হচ্ছে তা দেখতে হবে পরিবারের।মাদক নির্মূল করা সম্ভব নয়,তবে বিবেককে জাগ্রত করতে গেলে শিশুকাল হতে বা পারিবারিক অবস্থান থেকে বিবেককে জাগ্রত করতে হবে।মাদকদ্রব্য বিষয় নিয়ে পারিবারিকভাবে যুদ্ধ করতে হবে,মাদকদ্রব্যর জন্য সকল শ্রেনীর সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নড়াইলের শিক্ষা প্রতিষ্ঠার সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা অ্যাড. এম এ মতিন বলেন,উন্নয়নের কথা প্রসঙ্গে কাজে প্রমান করতে হবে।দেশের জন্য ভালো থাকার জন্য উপদেশ দিলেন।তিনি বলেন নড়াইলের পুলিশের প্রতি খুশি বা সন্তুষ্ট প্রকাশ করলেন।তিনি আরোও বলেন দূর্নীতি জেলখানা থেকে বেরিয়ে আসলে তাকে ফুলের মালা গলায় পড়িয়ে জয় বাংলা শ্লোগান শোনা যায়,মাদকের উৎপত্তি কোথার থেকে সে সম্পর্কে কথা বললেন।রাজনীতি নিয়ে কথা বললেন। উপস্থিতিতি সাংবাদিকদের সু-স্বাস্হ ও শুভ কামনা জানিয়ে, মাদকের ব্যপকতা রোধে যুব সমাজ ও নাগরিকদের সম্পৃক্তকরনে,সুজন-সুশাসনের জন্য নাগরিক আলোচনা শেষ করলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।