নড়াইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রওশন আলম (৫০) নামে এক কলেজ অধ্যক্ষ নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায় বুধবার (১৭ মার্চ) সকালে নড়াইল সদরের তুলারমপুর বাজারে এ দুর্ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আরো একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
নিহত রওশন আলম নড়াইল সদর উপজেলার তুলারমপুর গ্রামের জামশেদ আলী খানের ছেলে সে তুলারমপুর আশার আলো মহাবিদ্যালয়ের অধ্যক্ষ।
জানা গেছে, রওশন আলম মোটরসাইকেলে তুলারমপুর বাজার হতে সেতু সংলগ্ন হাইওয়েতে উঠছিলেন।
একই সময়ে বিপরিত দিক থেকে অন্য একটি মোটরসাইকেল আসলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে গুরুতর আহত অবস্থায় অধ্যক্ষ রওশন আলমকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নড়াইল সদর থানা পুলিশ দুর্ঘটনায় নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল ঃ০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।