মোঃনয়ন শেখ,স্টাফ রিপোর্টারঃ নড়াইলে শেখ রাসেল ১৮তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌবাহিনীর প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশেনের সভাপতি এডমিরাল এম শাহীন ইকবাল, এনবিপি, এনইউপি, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি। রবিবার (৭ নভেম্বর) দুপুরে নড়াইলের চিত্রা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সাঁতার প্রতিযোগিতায় পুরুষদের ন্যায়ের ঘাট এলাকা থেকে বাঁধাঘাট পর্যন্তু প্রায় ১০ কিলোমিটার এবং মহিলাদের রতডাঙ্গা বিদ্যালয় ঘাট এলাকা থেকে বাঁধাঘাট পর্যন্তু প্রায় ৬ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সুইমিং ফেডারেশেনের ব্যবস্থাপনায় এবং সাইফ পাওয়ারটেক লি: এর পৃষ্টপোষকতায় এ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাইফ পাওয়ারটেক লি: এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহল আমিন, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু।পরে বিজয়ী পুরুষ ও মহিলাদের মাঝে পুরস্কার তুলে দেন।
বিজয়ীরা হলেন- প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ প্রথমস্থান অধিকার করেন ও নৌবাহিনীর পলাশ চৌধুরী দ্বিতীয়স্থান এবং মোঃ কাজল মিয়া তৃতীয়স্থান অধিকার করেন। মহিলা বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার প্রথমস্থান অধিকার করেন এবং সেনাবাহিনীর মোছাঃ মুক্তি খাতুন দ্বিতীয়স্থান অধিকার করেন।
এর আগে বেলা ১১টার দিকে রতডাঙ্গা বিদ্যালয় মাঠে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু। প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনীর প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশেনের সভাপতি এডমিরাল এম শাহীন ইকবাল, এনবিপি, এনইউপি, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি বলেন, প্রান্তিক পর্যায়ে দেশে অনেক প্রতিভা লুকিয়ে আছে। নদীমাতৃক এই বাংলাদেশে মানুষ ছোটবেলা থেকে এক একজন সাঁতারু। সুপ্ত প্রতিভাকে খুঁজে বেরকরতেই এ উদ্দোগ নেওয়া হয়েছে। এ ধরনের উদ্দোগের মাধ্যমে নতুন নতুন সাঁতারু খুঁজে পাওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ প্রতিযোগীতায় পুরুষ বিভাগে অংশ গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ, মোঃ সাজ্জাদ হোসেন, নৌবাহিনীর পলাশ চৌধুরী, মোঃ কাজল মিয়া, আনসারের মোঃ আশিক শেখ ও আমলা সুইমিং ক্লাব, কুষ্টিয়ার মোঃ আশিকুল ইসলাম।
মহিলা বিভাগে অংশ গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর মোছাঃ মুক্তি খাতুন, লাবনী আক্তার, নৌবাহিনীর সোনিয়া আক্তার, মোছাঃ সুরাইয়া আক্তার, আনসারের মুক্তা খাতুন এবং আমলা সুইমিং ক্লাব, কুষ্টিয়ার সুমাইয়া আক্তার। এছাড়াও স্বগতিক নড়াইল জেলার পুরুষ বিভাগে মোঃ রবিউল আউয়াল এবং মহিলা বিভাগে মোছাঃ সুমি খাতুন অংশগ্রহন করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।