মোঃ এনামুল হক, নড়াইল লোহাগড়া স্টাফ রিপোর্টার: নড়াইল জেলা লোহাগড়া উপজেলার ৮নং দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া,চরদিঘলিয়া গ্রামে বছরের শুরুতে বাড়োয়ারি পূজা অনুষ্ঠিত হয়। আজ ১৮জানুযারী২০২২ ইং সাল রোজ মঙ্গলবার সকাল হতে প্রস্তুতি নড়াইল জেলার সনাতনধর্মাবলীর বাড়োয়ারি পূজা অনুষ্ঠান।
এই অনুষ্ঠানটি সকাল থেকে দুপুর পর্যন্ত আনন্দের সাথে সকলে মিলেমিশে উপভোগ করে।দুপুরের সময় বড় ধরনের খাবারের আয়োজন করে থাকে।নিরামিষ জাতীয় খাবারের আয়োজন করে। এদিকে লোহাগড়া উপজেলার ৮নং দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া গ্রাম এবং চরদিঘলিয়া গ্রামের হিন্দুধর্মাবলী(সনাতনধর্ম)এর লোক উৎসবমুখরভাবে এই পূজার আয়োজন করে।
আয়োজনে গ্রামের সমস্ত সনাতনধর্মের মানুষ। এই অনুষ্ঠানে উপস্থিত হয় মুসলিম ধর্মের কিছু মানুষ,যারা এলাকার বসবাসকারী মানুষ ওতপ্রোতভাবে জড়িত।তবে দুপুরের সময় সকলে সম্মিলিতভাবে পূজা অনুষ্ঠানের খাবার ভোগ করে। সন্ধ্যার পর হতে পূজামণ্ডপে নানান আয়োজনের মধ্যে দিয়ে সাময়িক পূজা অনুষ্ঠান নারী পুরুষ উপস্থিতি হয়ে ঠাকুরের পূজার সময় পার করে।
এলাকাবাসী সূত্রে জানা যায় বছরের শুরুতে এই বাড়োয়ারি পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, ১২মাসের নামকরন করে পূজাটি করা হয়। হিন্দু সম্প্রদায়ের লোক বলেন আজ রাত ১০টার শুরু হবে মূল পূজার আনুষ্ঠানিকতা।তবে পূজা মন্ডবে দেখা যায় অনেকেই মিষ্টি,ফল,ফুল হরেক রকমের আয়োজনে আয়োজন।
বিশেষ করে ঠাকুরগন বিভিন্ন পূজামণ্ডপে গীতাপাঠ করেন এবং সনাতনধর্মের নিয়মাবলী বাক্য পাঠ করে শোনান।সকলেই মনোযোগ দিয়ে শ্রবন করেন।শাস্ত্র অনুযায়ী বাক্যপাঠ করেন,আনন্দের মধ্যে দিয়ে বাজনার সাথে ধ্বনী বাজিয়ে ঠাকুরের নিয়ম পালন করে। পূজাঅনুষ্ঠানের আশপাশে বিভিন্ন রকমের খাদ্য খাবারের সমারোহ দেখা যায়,বিভিন্ন খাবার দোকান আর শিশু থেকে সকল শ্রেনীর লোকের সমাগম হতে দেখা যায়।শান্তিশৃঙ্খলার সাথে বাড়োয়ারি পূজা শেষ হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।