আজম খাঁন: নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাধ্যমিক পর্যায়ে ২০২৪ সালের ভর্তি নীতিমালা অনুযায়ী ভর্তি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর (সোমবার) জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আয়োজিত ২০২৪ সালের (১ম শ্রেণি – ৯ম শ্রেণি পর্যন্ত) ভর্তি নীতিমালা বিষয়ক আলোচনা সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক
মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর।
জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ সহ নড়াইল সদর উপজেলার মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকবৃন্দ।
আলোচনার মূল বিষয় ছিল সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ে সকল বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ভর্তির আবেদন অবশ্যই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকে অনলাইন ভিত্তিক হতে হবে। কোন অবস্থাতেই অনলাইন পদ্ধতির বাইরে ভর্তি করা যাবে না।
জেলা প্রশাসক মহোদয় বলেন যে, নীতিমালা মেনেই ভর্তি করতে হবে। শিক্ষার্থীদের আবেদন শেষে লটারির মাধ্যমে শাখা প্রতি ৫৫ জনকে শ্রেণী ভিত্তিক ভর্তি করা যাবে।
সংশ্লিষ্ট নীতিমালা বিষয়ক প্রশ্নোত্তর পর্বের পর সভাপতি মহোদয় সভার সমাপ্তি ঘটান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।