সোহানা পারভীন জনি,সিনিয়র স্টাফ রিপোর্টার: নড়াইল শহরের প্রস্তাবিত সড়কটি চারলেনে করার পক্ষে-বিপক্ষে মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে শহরে টান টান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে চেষ্টা চালাচ্ছেন জেলা ও পুলিশ প্রশাসনের উর্দ্ধোতন কর্মকর্তাবৃন্দ।

এর আগে মানববন্ধনে অংশগ্রহনের জন্য উভয় পক্ষের লোকজন আসতে শুরু করেছে। সোমবার সকালে উভয় পক্ষ নড়াইল রুপগঞ্জ এলাকায় মানববন্ধন কর্মসূচির ডাক দেয়। শহরের গুরুত্বপূর্ণস্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এসময় জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার পিতা গোলাম মর্তুজা স্বপন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারন সম্পাদক এস এম পলাশ। অপরদিকে চারলেনের না করার পক্ষে জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান, নজরুল ইসলামসহ কিছু সংখ্যক ব্যবসায়ীরা তার সাথে ছিলেন।