পঞ্চগড়ে ৬ টি সড়ক রয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নিয়ন্ত্রণে। এর একটি ৭১ কিলোমিটার দীর্ঘ জাতীয় মহাসড়ক। বাকিগুলো জেলা মহাসড়ক। কোনো আঞ্চলিক সড়ক নেই। সব মিলিয়ে পঞ্চগড়ে সওজের সড়ক নেটওয়ার্কের দৈর্ঘ্য ১৮২ দশমিক ৫ কিলোমিটার। সওজের মহাসড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ (এইচডিএম) সার্কেলের তথ্য বলছে,
নেটওয়ার্কভুক্ত সড়কের ৮৭ দশমিক শূন্য ২ শতাংশই রয়েছে ভালো অবস্থায়। শতাংশের এ হিসাবে দেশে পঞ্চগড়ের চেয়ে বেশি ‘ভালো সড়ক’ আর কোনো জেলায় নেই। পঞ্চগড় সড়ক বিভাগের প্রকৌশলীরা বলছেন,
গুণগত মানের নির্মাণকাজ, নিয়মিত ও সঠিকভাবে সংস্কার-রক্ষণাবেক্ষণ ভালো মানের সড়কের দিক দিয়ে পঞ্চগড়কে এগিয়ে রেখেছে। বাংলাবান্ধা থেকে ঠাকুরগাঁও-পঞ্চগড় সীমান্ত পর্যন্ত ৭১ কিলোমিটার দীর্ঘ জাতীয় মহাসড়কটি (এন-৫) নির্মাণ হয় ২০০৯-১০ সালে।
পরবর্তী সময়ে নিয়মিত ও সময়ভিত্তিক রক্ষণাবেক্ষণ ছাড়া মহাসড়কটিতে বড় ধরনের আর কোনো সংস্কারের প্রয়োজন হয়নি বলে জানিয়েছেন সওজ পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান। তিনি বলেন, ‘পঞ্চগড়ের ছয়টি সড়কের মধ্যে সবক’টিই ভালো অবস্থানে রয়েছে। সড়ক নেটওয়ার্ককে আরো ভালো অবস্থায় নিয়ে যেতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।