পটুয়াখালীর কলাপাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ২১ পথচারীকে ২ হাজার ৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে পৌর শহরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভমি) জগৎ বন্ধু মন্ডল। এ সময় উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসানসহ পুলিশ সদস্যসরা উপস্থিত ছিলেন।

জগৎ বন্ধু মন্ডল জানান, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উপজেলা প্রশাসন থেকে কয়েকবার মাইকিং করা হয়েছে। তারপরও শহরে মাক্স ছাড়া অনেককেই চলাফেরা করতে দেখা গেছে। সংক্রামক রোগ প্রতিরোধ আইনে এসব পথচারীকে জরিামানা করা হয়েছে।

কলমকথা/ সাথী