বরিশালের বাকেরগঞ্জে বরিশাল পটুয়াখালী মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষে সিএনজিচালিত অটোরিকশাচালক মো. রনি শরিফ (৩০) নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৯ টার দিকে বাকেরগঞ্জ বাসষ্ট্যান্ড মল্লিক মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বোয়ালিয়া গ্রামের কালাম মোল্লার ছেলে শান্ত মোল্লা (২২) ও একই এলাকার আনোয়ার তালুকদারের ছেলে রাব্বি তালুকদার আহত হয়েছেন।
নিহত রনি উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রহমগঞ্জ এলাকার আনাল শরিফের ছেলে। রাব্বি তালুকদারকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য শান্ত মোল্লাকে ঢাকায় নেওয়া হয়েছে।
পুশিল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালগামী একটি ট্রাকের সঙ্গে যাত্রী বোঝাই সিএনজির মুখোমুখি সংর্ঘষ ঘটে। এতে ঘটনাস্থলেই চালক রনি শরিফ নিহত হয়।
বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানা নিয়ে আসছি।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।