রাব্বী হোসাইন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : সারা দেশের ন্যায় (২২-০৬-২১ ) রোজ মঙ্গলবার জাতির জনক মুজিব জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সূবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে নওগাঁর পত্নীতলা উপজেলায় আনসার ও গ্রামপ্রতিরক্ষাবাহিনী কার্যালয়ে আনসার সদস্যদের মাঝে ৬০২ টি ফলজ, বনজ, ঔষধী বৃক্ষ বিতরণ করা হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলার নির্বাহী অফিসার মো: লিটন সরকার এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ । আরো উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক -প্রশিক্ষিকা মাসুদুর রহমান এবং জুলেখা বেগম । অনুষ্ঠানে লিটন সরকার জানান পরিবেশ এর ভারসাম্য রক্ষার্থে গাছ অপরিহার্য। আসুন আমরা শপথ গ্রহণ করি প্রতিটি পরিবারে অন্তত ৩ টি বৃক্ষ বোপন করি।
অক্সিজেন সংগ্রহ কারী চারাগাছ এর মধ্যে বিদ্যমান চারা আম,জাম, কাঁঠাল, লেবু, পেয়ারা, আমলকী, মেহগনি, বেল, জলপাই প্রমূখ । ৩০২ টি গ্রামের আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে চারা বিতরণ করা হয়েছে ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।