নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে রাজবাড়ীতে আট জেলেকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটকদের ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা। তিনি আরও বলেন, অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের একজন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টহল টিম রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছিলেন। এ সময় মা ইলিশ ধরার অপরাধে আট জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তাদের ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা বলেন, সামনে মা ইলিশ রক্ষায় আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সরকারি নির্দেশনা অমান্য করে মৎস্য আহরণকারী সব প্রকার নৌকা, ট্রলার ও জাল বাজেয়াপ্ত করা হবে। জনস্বার্থে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, তৃতীয় দিন সকাল থেকে বিকাল পর্যন্ত ৮ জেলেকে আটক করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হয়। এ সময় জেলা আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।