ডাঃ আজাদ খান, জামালপুর স্টাফ রিপোর্টারঃ
অদ্য (২৯ সেপ্টেম্বর) বুধবার জামালপুরের সরিষাবাড়ি র মহাদান, কোদুলা মাষ্টার বাড়ী প্রাঙ্গনে এলাকা বাসীদের নিয়ে এক পরিবেশগত সমস্যা চিহ্নিত করন দলীয় আলোচনা সভা (এফজিডি) অনুষ্ঠিত হয়।
পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর উদ্যোগে সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) ‘র সহায়তায় এলাকাবাসীদের নিয়ে এই দলীয় আলোজনা সভা (এফজিডি) অনুষ্ঠিত হয়।
এতে এলাকার পরিবেশ এর জন্য হুমকি- ইটভাটার বিরোপ প্রভাবের কথা আলোচিত হয়।
উক্ত দলীয় সভায় সভাপতিত্ত্ব করেন মোঃ সোহবাব আলী।
এলাকার ত্রিশজনের মত পুরুষ মহিলা দলীয় সভায় নিজ নিজ মতামত প্রদান করেন।
এছাড়াও বেলার বিভাগীয় প্রতিনিধি জনাব গৌতম চন্দ্র চন্দ, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) এর প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক উক্ত সভায় উপস্থিত থেকে পরিবেশগত সমস্যাগুলোর বিষদ আলোচনা শুনেন।
এলাকার অবৈধ ইট ভাটা গুলো মাটি সংগ্রহের নামে তিন ফসলি জমির ক্ষতিকরছে, এলাকায় রোগবালাই বেড়ে গেছে, নলকুপে পানি উঠছেনা, গাছপালার ফলফলাদীর ক্ষতি হচ্ছে, বিল পুকুরেরর মাছ বড় হচ্ছে না। শিশুরা স্বাস্থ্যগত সমস্যায় পড়ছে।
এসকল সমস্যার সমাধানের লক্ষে এলাকায় ২১ সদস্য বিশিষ্ট একটি পরিবেশ সংরক্ষন কমিটি তৈরী করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।