শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা প্রতিনিধি : রুপসার শিয়ালী গ্ৰামে অর্ধশতাধিক হিন্দু পরিবারে হামলা,প্রতিমা, দোকান পাট,ও ঘরবাড়ি ভাংচুর সাভারে অর্ধ্যক্ষ মিন্টু চন্দ্র মন্দলকে নৃশংসভাবে হত্যা এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদের সামনে পাইকগাছা উপজেলা হিন্দু মহাজোটের উদ্যোগে উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট শিবুপ্রসাদ সরকারের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্যে রাখেন সাবেক সহকারী অর্ধক্ষ রমেন্দ্রনাথ মন্ডল, সাবেক ব্যাংকার প্রজিৎ কুমার রায়, প্রভাষক প্রশান্ত সরকার, মোহন লাল দাশ,সাবেক কমিশনার প্রভাষ মন্ডল,প্রদীপ মন্ডল,মহানন্দ অধিকারী,বিবেক ধর, সন্তোষ সরকার,পরেশ চন্দ্র মন্ডল,উত্তম ঢালী,কনেক চন্দ্র মন্ডল ,নন্দদা প্রমুখ।