যশোরের ঝিকরগাছায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। রোববার বিকেল ৩টার দিকে ঝিকরগাছার আবুল ইসলাম সড়কের বল্লা কলোনীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জোহর আলী ও তার ছেলে আক্তারুজ্জামান মোটরসাইকেলে ঝিকরগাছায় যাচ্ছিলেন। পথিমধ্যে ঝিকরগাছা-বাঁকড়া আবুল ইসলাম সড়কের বল্লা কলোনীপাড়া নামক স্থানে পৌঁছালে বাঁকড়াগামী একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী জোহর আলী ও তার পুত্র আক্তারুজ্জামান মারাত্মক আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে দায়িত্বরত চিকিৎসক জোহর আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় আক্তারুজ্জামানকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যান আক্তারুজ্জামান।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পিকআপ ভ্যানের ধাক্কায় জোহর আলী ও তার ছেলে আক্তারুজ্জামান নিহত হয়েছেন। ঘটনার পর পিকআপ রেখে পালিয়ে যায় চালক। ঘাতক পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।