পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ পুঠিয়ায় জাতীয় মৎস্য সপ্তহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিলো,“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। উপজেলায় কর্মরত সংবাদিকগণের সাথে সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা কর্মকর্তার দপ্তর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাস পিএএ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহম্মেদ। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৪ থেকে ২৯ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রথম দিনে, র্যালী ও উদ্বোধনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, পোনা অবমুক্তকারণ ও প্রামাণ্য চিত্র প্রদর্শন। দ্বিতীয় দিনে মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, তৃতীয় দিনে মোবাইল কোর্ট, চতুর্থ দিনে মাটি, পানি পরীক্ষা ও প্রামান্যচিত্র প্রদর্শন, পঞ্চম দিনে মৎস্যচাষীদের প্রশিক্ষণ ও উপকারণ বিতরণ, সমাপনী দিনে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ণ ও সমাপনী অনুষ্ঠান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।