শাহজালাল মোল্লা নগরকান্দা প্রতিনিধি:ফরিদপুর নগরকান্দা পুরাপাড়া ইউনিয়নের দফা উত্তরপাড়া রবিবার সন্ধ্যায় সর্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে ৬ষ্ঠ বার্ষিক উপলক্ষে ২৪ প্রহরব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।
দেশমাতৃকা ও বিশ্ব জননী সকল সন্তানের শান্তি কামনার্থে নয়া বাড়ি সার্বজনীন কালী মন্দিরে নাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন এ আয়োজন করা হয়। অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করেন শিল্পী বন্দনা মহন্ত, নওগাঁ। মনমুগ্ধকর পরিবেশ  এলাকার সনাতন ধর্মের প্রাণপ্রিয় অনুষ্ঠান ।স্বাস্থ্যবিধি মেনে সকালে মাক্স পরিধান এবং দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুরাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবু ফকির ৮ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মজিবুর রহমান, অত্র পূজা কমিটির সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস,শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম বাউশখালী সভাপতি  অনুকূলচন্দ্র বিশ্বাস বাংলাদেশ হিন্দু পরিষদের ফরিদপুর উপজেলা শাখার সভাপতি সুমন মন্ডল, সাপ্তাহিক কর্মক্ষেত্র নগরকান্দা প্রতিনিধি  রিপন মন্ডল দুর্জয়, নলিন রঞ্জন
বিশ্বাস,অরবিন্দু মালো,ভদ্র মালো, বিশ্বজিৎ বিশ্বাস অ ইমরান ঢালী, সহ অন্যান্য প্রমুখ।