আসন্ন শারদীয় দুর্গোৎসব স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুর উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে থানা পুলিশের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
থানা মিলনায়তনে ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার ১২০ পূজা কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ।
এসআই ফজলে রাব্বির পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুনিল, সহসভাপতি জগদীশ মোদক, দাস, সেক্রেটারি লিটন রায়, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শংকর পাল সুমন, পৌর শাখার সভাপতি প্রমোদ রঞ্জন মালাকার, সেক্রেটারি দুলাল মোদক প্রমুখ। বক্তারা করোনাকালীন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন ও আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার পরামর্শ দেন। যে কোনো তথ্য দ্রুত পুলিশকে জানাতে বলা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।