মোঃ নাজমুল হাসান (নবীন),  বরিশাল জেলা প্রতিনিধি: ২৮.১০.২০২১ বরিশালের বাকেরগঞ্জ ১২ নং রঙ্গশ্রী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড শিকদার বাড়ির মৃত মোঃ কাশেম হাওলাদারের ছেলে ছত্তার হাওলাদার (৪০) প্রতারক চক্রের লিডার। ২৭/১০/২০২১ গতকাল বুধবার আনুমানিক বিকাল ৫টার দিকে নেশা করার জন্য তার মায়ের কাছে টাকা চায়। তার মা টাকা না দেওয়ায় সে তার মাকে অমানুষিক ভাবে মারধর করে।

স্থানীয়রা জানান তার মা মোসাম্মৎ হনুফা বেগম (৬০) তার স্বামী মৃত কাশেম হাওলাদার ছেলে ছোট রেখে মারা যাওয়ার পরে হনুফা বেগম মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে অনেক কষ্ট করে সংসার চালাচ্ছেন । ছেলে বড় হয় বিয়ে করে অটোরিকশা চালাত অন্য দিকে নেশার সাথে যুক্ত হয় সে নেশার টাকা যোগান দিতে বউ কে নানা ভাবে টাকার জন্য চাপ দিতো এক পর্যায়ে অমানুষিক নির্যাতন করে বউকে বাপের বাড়ি পাঠিয়ে আরেকটি বিয়ে করে।

স্থানীয়রা আরো জানান বড় বউ এখন তাকে ছেরে ঢাকা গার্মেন্টসে চাকরি করে। পরে আর একটি বিবাহ করার পরে বড় বউ কে অমানুষিক নির্যাতন করার পরে বউ কে দিন দিন টাকা চেয়ে চাপ প্রয়োগ করে এক পর্যায়ে বাড়ি থেকে বাবার বাড়ি চলে যান । পরে প্রতারক নেশা ও নানা ধরনের অপকর্মের সাথে লিপ্ত হয়। সে স্থানীয়রা আরো জানান,

এই প্রতারক সত্তার হাওলাদার মানুষের কাছ থেকে বয়স্ক ভাতা বিধবা ভাতার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছে হাজার হাজার টাকা। তার প্রতারনার ফাদে পাঁ দেয় বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা নাম মোসা ফাতেমা আক্তার(২৭) স্বামী সুমন খান (৩৩)প্রেগনেন্সির ভাতার কথা বলে ৫০০০ টাকা, নাম আদম গাজী (৭০) স্ত্রী মৃত কদবানু বেগম বয়স্ক ভাতার কথা বলে ৩০০০ টাকা নেন এই প্রতারক ।

তার মা হনুফা বেগম জানান আমাকে এভাবে প্রতি নিয়তই মারধর করে আমাকে বাসা থেকেও নামতে দেয় না, হনুফা বেগম আরো জানান আমি আর এভাবে কতদিন মারধোর খাব তাই আমি অতি শীগ্রই প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

ছত্তার হাওলাদার এর নামে মাদক কারবারি নানা অপকর্ম রয়েছে। তার নামে স্থানীয়রা জানান, তাদের দাবি এই ভন্ড, প্রতারক ও মাদক কারবারিকে অতি শীগ্রই আইনের আওতায় আনা হোক। বরিশাল জেলা প্রশাসক এর দৃষ্টি কামনা করছি।