পার্থ রায়,মধুখালী উপজেলা প্রতিনিধি: বর্তমান এই করোনা মহামারীর দুর্যোগপুর্ন অবস্থায় কোভিড-১৯ এর প্রাদুর্ভাব জনিত সমস্যা মোকাবেলা ও পরবর্তীতে গ্রামীন অর্থনীতি সচল রাখার লক্ষ্যে করোনা জনিত বিধিনিষেধ চলাকালীন কোভিড-১৯ প্রনোদনা ঋণ কার্য়ক্রমকে জরুরী পরিসেবা বিবেচনা করে ফরিদপুরের মধুখালী উপজেলা বিআরডিবির উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋন বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
”এসেছে পল্লীর শুভদিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋন ”এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলার পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়। সোমবার (২৬জুলাই) দুপুরে উপজেলা পল্লী ভবনের সভা কক্ষে ১২জন পল্লী উদ্যোক্তার মাঝে ১ লক্ষ টাকা করে মোট ১২লক্ষ টাকা ঋন বিতরণ করা হয়।
ঋন বিতরণ করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান। যে সমস্ত পল্লী উদ্যোক্তগন কোভিড-১৯ এর সময়ে বিভিন্ন ভাবে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মাঝে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে স্বল্প সেবা মূলে এ ঋন প্রদানের মধ্য দিয়ে এ কর্মসুচি শুরু করা হলো। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ নেছার, তামান্না খাতুন, (পিইপি) অমল কুমার সাহা, (জুনিয়র অফিসার) ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।
উপজেলা বিআরডিবি কর্মকর্তা জাহিদুর রহমান জানান, মধুখালী উপজেলায় বিআরডিবি ভুক্ত ১১৫জন পল্লী উদ্যোক্তাকে স্বল্প সেবা মুল্যে পর্যায়ক্রমে মোট ১ কোটি ৯৭ লক্ষ টাকা ঋন দেওয়া হবে।