বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক, ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক,ফরিদপুর আবাহনী ক্রীড়া চক্রের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খানের প্রথম মৃতুবার্ষিকী (১৫ সেপ্টেম্বর) আজ।
এ উপলক্ষে ফরিদপুর আওয়ামী লীগ ও পরিবারের পক্ষ থেকে ফরিদপুর শহরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ ছাড়াও বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর)
শহরের আলীপুর উদয়ন ক্লাব সংঘের উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। মিলাদ, দোয়া- মাহফিল ও স্মরণ সভায় ফরিদপুর জেলা,পৌর আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।