সুজিত কুমার দত্ত ফরিদপুর:গতকাল মঙ্গলবার ২৬ শে এপ্রিল ২০২২ ইং, বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত প্রেসপ্যাডে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

 

উক্ত কমিটিতে ফরিদপুর জেলা ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রার্থপ্রতিম বিশ্বাস (অমিত) কে সভাপতি ও সম্পদ কুমার সাহা কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ ফরিদপুর জেলা কমিটির সভাপতি সুমন মন্ডল, সাধারণ সম্পাদক সুদর্শন চক্রবর্তী (শান্ত) এবং সাংগঠনিক সম্পাদক অর্নব দাস (হৃদয়) সহ ফরিদপুর জেলা হিন্দু ছাত্র পরিষদের সমন্বয়কারী কমিটির সদস্যরা।