প্রসেনজিৎ বিশ্বাস,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় এ আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার এই সংলাপ অনুষ্ঠিত হয় ‌জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসক জনাব অতুল সরকারের সভাপতিত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের “ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরন” শীর্ষক প্রকল্পের আওতায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ ফরিদুল হক খান এমপি, জেলা পুলিশ সুপার জনাব মোঃ আলিমুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব দীপক কুমার রায়, ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরন শীর্ষক প্রকল্পের পরিচালক জনাব আব্দুল্লাহ শাহীন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সদর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সংশ্লিষ্ট জেলার সকল উপজেলা নির্বাহি অফিসার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক অরুণ মন্ডল ও উপজেলা চেয়ারম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সম্মানিত প্রতিমন্ত্রী জনাব মোঃ ফরিদুল হক খান বলেন- সম্প্রতি শারদীয় দুর্গাপূজার সময় দেশে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে তার যেন আর পুনরাবৃত্তি না হয় সে জন্য আমাদের সকলকে লক্ষ রাখতে হবে ।
এছাড়া অন্য ধর্মের প্রতি,
আমাদের শ্রদ্ধা ও সহমর্মিতা থাকতে হবে।