প্রসেনজিৎ বিশ্বাস,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর পৌরসভার উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০২১ উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভার আয়োজন করেন সোমবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুরের পৌর মেয়র অমিতাভ বোস। এরপর রেলিটি পৌরসভা থেকে আরম্ভ হয়ে শহর প্রদক্ষিণ শেষে সূচনা স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির, অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার প্রধান নিবার্হী কর্মকর্তা শাহজাহান মিয়া, ইউ,এন,ডিপির ,টাউন ম্যানেজার অসীম কুমার সাহা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফরিদপুর পৌরসভার সচিব তানজিরুল ইসলাম।
সময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হক রেজা, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হানিফ শেখ, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিনান, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর অপূর্ব সাহা অপু, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হক।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর জয়গুন বেগম, আফরোজ সুলতানা টুটু, তানিয়া আক্তার ইভা, নাজমিন সুলতানা ও হেলেনা বেগম। এ সময় পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।