শাহজালাল মোল্লা নগরকান্দা প্রতিনিধি:সড়ক বিভাগের ফরিদপুর-নগরকান্দা সড়কের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামের শশা ব্রীজ সংলগ্ন সড়কের কিছু অংশ গত বছরের জুলাই মাসের প্রথম দিকে ধসে পড়ে।
এতে সংস্কারের নামে সরকারের অর্থ অপচয় হলেও, কোনো কাজেই আসছে না এই দায়সারা সংস্কার। দীর্ঘদিন ধরে প্রতিদিন ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করছে। প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, ওষুধ, কৃষিপণ্য সরবরাহ করতে ট্রাক, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন এবং রোগী বহনকারী গাড়ি ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করছে।
যোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলাসহ দক্ষিণ এলাকার বিভিন্ন স্থানে যেতে হয়। ফরিদপুর-নগরকান্দা সড়কের শশা ব্রিজ সংলগ্ন সড়কের পাশে প্যালাসাইডিং না থাকায় এবং দীর্ঘদিন ধরে একটানা প্রবল বৃষ্টি হওয়ার কারণে অতি সহজেই সড়কের কিছু অংশ ধসে গেছে। সড়ক বিভাগের ফরিদপুর-নগরকান্দা সড়কের দৈর্ঘ্য ২৮ কিলোমিটার। সড়কটি ফরিদপুর সদর থেকে নগরকান্দা উপজেলা সদরে এসে চলে গেছে ঢাকা-খুলনা মহাসড়কের কাইলার মোড় পর্যন্ত। এছাড়া নগরকান্দা সদর থেকে ঢাকা-খুলনা মহাসড়কের জয়বাংলা মোড় হয়ে ঢাকা ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুরসহ দক্ষিণ এলাকার বিভিন্ন স্থানে যাওয়া যায়।
স্থানীয়রা জানান, সড়কের নির্মাণ কাজ যথাযথভাবে না হওয়ায় বিভিন্ন স্থানে সড়ক ধসে যাচ্ছে। ধসে যাওয়া বেহাল সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে যানবাহন চলাচল করছে। সড়কের ধসে যাওয়া অংশ দায়সারা সংস্কার করা হয়েছে, যা কোনো উপকারেই আসছে না। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকলেও, এসব সমস্যা দেখার বা সমাধান করার জন্য কেউ নেই। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থায়ী ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ শেষ হচ্ছে না। ধসে যাওয়া সড়ক এখনই মেরামত করা না হলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান বলেন, সড়কের ধস থামাতে তাৎক্ষনিক সেখানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছিল। আশা করছি কিছু দিনের মধ্যে সড়কের ধসে যাওয়া স্থানে, স্থায়ী সংস্কারের কাজ শুরু করা সম্ভব হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।