শাহজালাল মোল্লা নগরকান্দা প্রতিনিধি:ফরিদপুর সদর উপজেলার রঘুনন্দনপুর চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে।

স্কুলের প্রধান উপদেস্টা ও সাবেক পৌর কাউন্সিলর আনিসুর রহমান চৌধুরী সাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তারিকুজ্জামান-খাদ্য নিয়ন্ত্রক সদর উপজেলা, ফরিদপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব কুদ্দুসুর রহমান-কাউন্সিলর ২ নং ওয়ার্ড ফরিদপুর পৌরসভা জাফর আহমেদ খান-কাউন্সিলর ১ নং ওয়ার্ড ফরিদপুর পৌরসভা,জুলিয়া আক্তার বুলু-কাউন্সিলর ৭, ৮,৯ নং ওয়ার্ড ফরিদপুর পৌরসভা, আক্কাস হোসেন -সভাপতি জেলা শ্রমিকলিগ ফরিদপুর জেলা,কে এম আফজাল হোসেন-উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নগরকান্দা ও ভাঙ্গা,ফাহিম আহম্মেদ-সাঃসম্পাদক জেলা ছাত্রলীগ ফরিদপুর,আশিকুর রহমান বিপ্লব-সভাপতি সদর উপজেলা ছাত্রলীগ,মেহেদি হাসান বাবু-উপদেস্টা অত্র স্কুল, হায়দার আলি মন্ডল-উপদেস্টা অত্র স্কুল,সেকেন ঠাকুর-উপদেস্টা অত্র স্কুল এছারাও উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর খান,ওবায়দুর ঠাকুর,আইউব আলি,নান্নু মিয়া সহ স্থানিয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। উক্ত অনুষ্ঠান উদ্ধোধন করেন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব নুরুল ইসলাম মোল্লা ও অনুষ্ঠান পরিচালনা করেন এস,এম বশির পরিচালক অত্র স্কুল। বক্তারা সকলেই স্কুল টি সঠিক ভাবে আরো সুন্দরময় করার জন্য সর্বদা নজর দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন এবং সার্বিক মঙ্গল কামনা করছেন। প্রতিষ্ঠানের পরিচালক এস, এম বশির সকলের কাছে সঠিক দিক নির্দেশনা কামনা করছেন ও স্কুলটি সঠিক ভাবে পরিচালনার জন্য সবাইকে পাশে থাকার জন্য আহবান জানিয়েছেন।