রিপন মন্ডল দুর্জয় ফরিদপুর প্রতিনিধি:ফরিদপুর আজ ২১ জানুয়ারি রোজ শুক্রবার শ্রীধাম শ্রীঅঙ্গন, গীতা শিক্ষা কেন্দ্র আজিত কোর্স সমাপনী বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে “”আমরাই হব কালের খেয়া -২০১০ ইং”” সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করেন এবং “”আমরাই হব কালের খেয়া-২০১০”” এর ব্যবস্থাপনা ও পরিচালনায় পরিচালিত ২০২০ ও ২০২১ সালে নির্বাচিত শ্রেষ্ঠ গীতা স্কুল ও শ্রেষ্ঠ শিক্ষকদেরও সম্মাননা স্মারক প্রদান করেন । এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শ্রী বিষ্ণুপদ ঘোষাল, সভাপতিত্ব করেন মহানাম সম্প্রদায় আচার্য শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী মহারাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন স্বামী স্বরূপানন্দ মহারাজ, সরকারি রাজেন্দ্র কলেজ অধ্যক্ষ অসীম কুমার সাহা, তত্ত্বাবধায়ক ও পরিচালক স্বামী বন্ধু কিশোর ব্রহ্মচারী, শ্রীঅঙ্গন গীতা শিক্ষা কেন্দ্রে শিক্ষক শ্রী জয় বিশ্বাস, বাংলাদেশ হিন্দু পরিষদ ফরিদপুর জেলার সভাপতি সুমন মন্ডল, মন্দির টিভি ফরিদপুর জেলার সমন্বয়কারী সম্পাদক রিপন মন্ডল দুর্জয় সহ অন্যান্য প্রমুখ।
সর্বপরি শ্রীধাম শ্রীঅঙ্গনের প্রতি কৃতার্থ সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছে বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘের প্রতিও । যাদের সার্বিক সহযোগিতায় “” আমরাই হব কালের খেয়া-২০১০”” একটি দাড়প্রান্তে এসে পৌঁছিয়েছে ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।