ফরিদপুর সদর উপজেলায় বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যার পরে উপজেলায় করিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আবু সামা (৩০), নাসিরুল (২৮)। তারা করিমপুর এলাকার বাসিন্দা।

করিমপুর হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন শাহ জানান, মেহেরপুর থেকে জেআর পরিবহণের বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। পথে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় দুই পথচারীকে চাপা দেয় ওই বাসটি। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

 

কলমকথা / সাথী