আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শুক্রবার নর্থ পয়েন্ট ডায়াগনিস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
বেলা ১১টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নর্থ পয়েন্ট ডায়াগনিস্টিক এন্ড কনসালটেশন সেন্টারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল।
পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছাত্তারের সভাপতিত্বে ও নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের উপাধ্যক্ষ আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল।
এতে আরো বক্তব্য রাখেন নর্থ পয়েন্ট ডায়াগনিস্টিক ও কনসালটেশন সেন্টারের পরিচালক প্রভাষক মাজেদুর রহমান, ডা. আনোয়ারুল ইসলাম, ইমরান খান প্রমুখ। শেষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।