মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে প্রফেসর মো. আইয়ুব আলী নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন। গতকাল সকালে তিনি ফুলবাড়ী সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করে দায়ীত্ব বুঝে নেন।
এর আগে তিনি রংপুর সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রথমে ১৪ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের কৃতী শিক্ষার্থী ছিলেন।
যোগদানের প্রথম দিনে প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের সাথে পরিচয় হন তিনি। এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করেন। নতুন অধ্যক্ষ এর উপস্তিতে আনন্দ প্রাকাশ করে ফুলদিয়ে শুভেচ্ছা জানান কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।