মোঃ মিজানুর রহমান: দেশের অন্যান্য জেলার মত ফেনীতেও বাড়ছে করোনা সংক্রমণ ও আক্রান্তের সংখ্যা। তবে মাননীয় এমপি জনাব নিজাম উদ্দিন হাজারী এবং অন্য সকলের সম্মিলিত উদ্যোগে করোনার ভয়াবহতা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে ফেনীর জনগণ।

আজ ২৬ জুলাই বিকেল ৩.৩০ ঘটিকায় ফেনীর ট্রাংক রোড, শহীদ মিনার চত্বরে বিনামূল্যে ভ্যাক্সিন রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন করা হয়। করোনা সংক্রমণ রোধে নিজাম উদ্দিন হাজারী (এম পি) মহোদয়ের নির্দেশে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এই উদ্যোগ গ্রহণ করা হয়। মূলত ফেনীর জনগণকে করোনা ভেকসিনের আওতায় নিয়ে আসার লক্ষে যৌথ ভাবে এই আয়োজন করে ফেনী সরকারী কলেজ ছাত্র সংসদ এবং ফেনী সরকারী কলেজ ছাত্রলীগ।

এবারের আয়োজনের স্লোগান ছিলো “শেখ হাসিনার উপহার, ভেকসিন টিকা জনতার”। উক্ত আয়োজন উদ্বোধন করেন ফেনী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যজিস্ট্রেট জনাব আবু সেলিম মাহমুদ উল হাসান এবং ফেনী জেলার মাননীয় মেয়র জনাব নজরুল ইসলাম স্বপম মিয়াজী। করোনা রোধে ভবিষ্যতেও আরো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তারা