কুমিল্লা জেলার চান্দিনা থানায় করোনা আক্রান্তদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছেন স্থানীয় কিছু তরুণ। দিনে কিংবা রাতে ফোন করলেই থানার যেকোনো প্রান্তে রোগীদের কাছে ‘ফ্রি অক্সিজেন ব্যাংক’-এর তরুণরা পৌঁছে দিচ্ছেন অক্সিজেন সিলিন্ডার।
গত ২০ জুন থেকে তারা রোগীদের ফ্রি অক্সিজেন সেবা দিয়ে আসছেন। তরুণদের মধ্যে রয়েছেন রাসেল সরকার, আলাউদ্দিন, সিয়াম, বারেক, অভি, মতিন মিয়াজি, দিপ্ত, রাসেল মিয়াসহ আরও অনেকেই। এ কাজে তাদের সার্বিক পর্যবেক্ষণ ও সহযোগিতা করছেন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান , সার্জেন্ট জুয়েল আহমেদ, সেবা ডায়াগনেস্টিক সেন্টারের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, চান্দিনার মাইজখার ইউনিয়নের চেয়ারম্যান শাহ সেলিম প্রধান। আর্থিক সহযোগিতা করছেন চান্দিনার অনেকেই।
বিশেষ এ উদ্যোগ সম্পর্কে সংগঠনটির পরিচালক কে. এম. আমির হোসাইন বলেন, করোনা আক্রান্ত রোগীদের তীব্র শ্বাসকষ্ট হলে অক্সিজেনের প্রয়োজন হয়। এ সংকট থেকে সাধারণ জনগণের জীবন রক্ষা করতে বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হচ্ছে।
আমরা ইতোমধ্যে সংকটাপন্ন করোনা রোগীদের নিকট ২০০টি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছি। ভবিষ্যতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বর্তমানে ২০টি সিলিন্ডার নিয়ে কাজ চলছে। পর্যায়ক্রমে আরও সিলিন্ডারের ব্যবস্থা করা হবে।
দিন কিংবা রাতে ০১৭৬০১৯৩৬৩৪, ০১৯৯৩১৮৩৫০০ নম্বরে ফোন করলেই করোনা রোগীদের কাছে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে।