বগুড়ার গাবতলীতে শুরু হয়েছে ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। বুধবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার মহিষাবান ইউনিয়নের পোড়াদহ এলাকায় অনুষ্ঠিতব্য এ মেলায় সকাল থেকেই হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সন্ন্যাসী পূজা উপলক্ষে গাড়ীদহ নদী ঘেঁষে ব্যক্তি মালিকানা জমিতে একদিনের জন্য এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

প্রতি বছর মেলার প্রধান আকর্ষণ থাকে বাঘাইর মাছ। কিন্তু এবার আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা থাকায় মেলায় দেখা মিলেনি বাঘাইর মাছের। এবারের মেলায় বড় বোয়াল, কাতলা, রুই, মৃগেল, সিলভার কার্প, বিগহেডসহ দেশি-বিদেশি বিভিন্ন জাতের মাছ চোখে পড়ছে।

মেলার অন্যতম আকর্ষণ ২০ কেজি ওজনের মিষ্টি, স্টিল-কাঠের ফার্নিচার, বড়ই, কৃষি সামগ্রীসহ ঘরের হরেক রকমের আসবাবপত্র। আছে সার্কাস, নৌকা খেলা, মোটরসাইকেল ও গাড়ি খেলা, জাদু ও নাগরদোলার ব্যবস্থাও। মেলা কমিটির আয়োজক মহিষাবান ইউপির চেয়ারম্যান আব্দুল মজিদ মণ্ডল জানান, পুলিশ প্রশাসন এবারের মেলার অনুমতি দেয়নি। আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবকরাই মেলার দায়িত্ব পালন করছেন।

 

কলমকথা/সাথী