বগুড়ায় কমেছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ২৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫ দশমিক ১৬ শতাংশ।

এদিকে জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেনঃ জেলার আদমদিঘী উপজেলার হাফিজার রহমান (৮৫) ও সদর উপজেলার সৈয়দ রফিকুল ইসলাম (৬২)। এদের মধ্যে হাফিজার রহমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও রফিকুল ইসলাম টিএমএমএস হাসপাতালে মারা যান।

এর আগের দিন জেলায় করোনায় এক নারীর মৃত্যু হয়েছিল। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ শাহেরুল ইসলাম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

 

কলমকথা/বি সুলতানা