তৈয়বুর রহমান কিশোর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২৩ যথাযথ মর্যাদায় পালনার্থে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
গত ১৭ মার্চ কর্মসূচির শুরুতে সূর্যোদয়ের সময়ে মহান জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ০৯.৩০ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং ১০ টায় ১০৪ জন কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে হাসপাতালের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ “স্বাস্থ্য খাত নিয়ে বঙ্গবন্ধুর ভাবনা ও স্বাস্থ্য খাতে বঙ্গবন্ধুর অবদান” এর উপরে বক্তব্য রাখেন এবং  আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম এম নাহিদ আল রাকিব। আলোচনা অনুষ্ঠান শেষে সকলে কেক কেটে জন্মবার্ষিকীর আনন্দ উদযাপন করেন।
জুম’আর নামাজ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে দিবসটি উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যেখানে জাতির পিতা এবং তাঁর পরিবারের সদস্যদের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে উপস্তিতি মুসল্লিবৃন্দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এদিন হাসপাতালে ভর্তি থাকা রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
দিবসের শেষভাগে, সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় হাসপাতালে ভর্তি ১৯ জন শিশুর মাঝে বিভিন্ন ধরণের খেলনা বিতরণ করা হয়। ইউএইচএফপিও মহোদয়ের অনুরোধে ঢাকা বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ ফরিদ হোসেন মিঞা, স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখার সহকারী পরিচালক (পার-২) ডাঃ রওশন জাহান আখতার আলো এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (শৃঙখলা) ডাঃ খালেদুর রহমান মিয়া হাসপাতালে উপস্থিত হয়ে শিশুদের মাঝে খেলনা বিতরণ করেন এবং শিশুদের সান্নিধ্যে আনন্দঘন সময় অতিবাহিত করেন।