আজাদুল বারী,স্টাফ রিপোর্টার: নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।রবিবার সকালে উপজেলা হল রুমে এই সভা অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠান মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান বড়াইগ্রাম উপজেলা পরিষদ সুরাইয়া আক্তার কলি,উপজেলা কাজী সমিতির সভাপতি ইউসুফ আব্দুল্লাহ আব্দুর রহমান কাজী ,পল্লী টিভি জেলা প্রতিনিধি বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্য পিকে এম আব্দুল বারি,মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন অধ্যক্ষ বনপাড়া ফাজিল মাদ্রাসা,ডাক্তার শারমিন সহকারি মেডিকেল অফিসার, শাপলা এনজিও এর ম্যানেজার তাজরুল ইসলাম, শাপলা এনজিও চেনার শাহিদা খাতুন প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।