মোঃ আসাদুল হক সবুজ, বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনায় সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত ও আহত হয়েছেন একজন। মামার নির্বাচনী পথসভার মিষ্টি নিয়ে ফেরার পথে দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। শুক্রবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বরগুনা-চালিতালী সড়কের ডাকুয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমামুদ্দিন সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের নলী মাইঠা গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী নাসির মজলিসের বোনের ছেলে। নিহত ইমামুদ্দিন বরগুনা সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এঘটনায় হাসিব নামের আরো একজন বরগুনা সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে ইমামুদ্দিন এবং হাসিব বরগুনা বাজার থেকে ইউপি সদস্য প্রার্থী নাসির মজলিসের নির্বাচনী পথসভার মিষ্টি কিনে বরগুনা শহর থেকে ফেরার পথে ডাকুয়া বাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ইমামুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হলে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
নিহত ইমামুদ্দিনের মামা নাসির মজলিস জানান, নির্বাচনী পথসভার মিষ্টি আনতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয় ভাগনে ইমামুদ্দিন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।