মোঃরিয়াদ গাজী,নলছিটি ঝালকাঠিঃ বরিশাল টু পটুয়াখালী সড়কের নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্টের পরবর্তী খেয়াঘাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৮ নভেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে ওই ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছেন: বাকেরগঞ্জ উপজেলার চরাদি গ্রামের মৃত রহমান বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস (৫৫) এবং একই উপজেলার চরসামাইয়া গ্রামের কাদের মৃধা ছেলে জাহাঙ্গীর মৃধা (৪০) ও মিরাজুল ইসলাম (৪৫)। ঝালকাঠির নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি ও নিহতের স্বজনরা জানান, সকালে বাকেরগঞ্জের দিক থেকে একটি সিএনজি বরিশালে আসছিল। পথে দপদপিয়া জিরো পয়েন্টের আগে খেয়াঘাট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির তিন যাত্রী ও মাইক্রোবাসচালক গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নির্মাণশ্রমিক নাসির বিশ্বাসের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় মাইক্রোবাসচালক জাহাঙ্গীর ও তরকারি ব্যবসায়ী মিরাজুলকে ঢাকায় পাঠানো হয়। পথিমধ্যে জাহাঙ্গীর ও মিরাজুলের মৃত্যু হয়। নাসির নামে আরও একজন গুরুতর আহত অবস্থায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।অবস্থা গুরুতর থাকায় মাইক্রোবাস চালক জাহাঙ্গীর মৃধা ও তরকারি ব্যবসায়ী মিরাজুল ইসলামকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। ঢাকায় নেওয়ার পথে রাস্তায় তারা মারা যান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।