তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের মতামতের ভিত্তিতে পারলে একক প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানোর আহ্বান জানান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি। তিনি বলেন, একক প্রার্থী পাঠাতে না পারলে তিনজনের প্যানেল করে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের নাম পাঠাবেন।
গোপালগঞ্জের কাশিয়ানী নিজ নির্বাচনী এলাকা থেকে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সম্মেলনে যাওয়ার পথে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় আকস্মিক চা-চক্রে আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে এ আহ্বান জানান ফারুক খান। তিনি আরো বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষন নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের রিজার্ভ থেকে বিভিন্ন রাষ্ট্রকে ঋণ সহায়তা দিচ্ছি। বিভিন্ন বৈদেশিক সংস্থা যারা এ দেশে বিনিয়োগে আগ্রহী তাদের বাংলাদেশ নিজস্ব তহবিল থেকে স্বল্পসুদে ঋণ দেবে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় নেতাকর্মীদের কাধে কাধ মিলিয়ে কাজ করে যেতে হবে।”
এ সময় বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়ার নেতৃত্বে কাউন্সিলরগণ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা কলেজ, শেখ রাসেল স্মৃতি সংসদ ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফারুক খাঁনকে।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আক্তারের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহজান মীরদাহ পিকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী, সদস্য আলী আকবর, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ ফরিদ আহমেদ, শাহ জাফর টেকনিকেল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী রায়হান রকি, কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী প্রমূখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।