আবুল হাশেম,রাজশাহী প্রতিনিধিঃরাজশাহীর চারঘাটে উদ্ধারকৃত দুই প্রজাতীর মোট ২৫টি বণ্যপ্রাণী অবমুক্তকরন
করা হয়েছে। বুধবার বিকালে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় এই
বণ্যপ্রাণীগুলো অবমুক্ত করেন বাংলাদেশ পুলিশ একাডেমী প্রিন্সিপাল খন্দকার
গোলাম ফারুক বিপিএম(বার), পিপিএম। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার
(প্রশাসন) মোহাম্মদ মিজানুর রহমান, ওয়াল্ড লাইফ ফটোগ্রাফার এবং একাডেমীর
পুলিশ সুপার (কারিকুলাম) আনসার উদ্দীন খান পাঠান, বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও
প্রকৃতি সংরক্ষন বিভাগ রাজশাহী বিভাগীয় প্রধান জিল্লুর রহমান, বণ্যপ্রানী
সংরক্ষন কর্মকতা রাহাত হোসেন, ওয়াল্ড লাইফ ইনস্পেক্টও জাহাঙ্গীর কবির এবং রাজশাহী
বাড ক্লাবের প্রেসিডেন্ট ও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার নাইমুল হাসান।
উল্লেখ্য যে, গত ২৩ শে অক্টোবর রাজশাহী বনবিভাগের সহযোগীতায় দুর্গাপুর
উপজেলা থেকে ২০১টি বণ্যপাখি উদ্ধার করে যার মধ্যে ছিল কালিম, জল ময়ুর এবং
সরালি। ব্যবসার উদ্দেশ্যে অবৈধভাবে বণ্যপাখিগুলো জেলার বিভিন্ন জলাভুমি থেকে
দুস্কৃতিকারিরা ধরে খাঁচায় বন্দি করে লুকিয়ে রাখে । বনবিভাগ গোপন সূত্রে
খবর পেয়ে পাখিগুলো উদ্ধার করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন
করে। উদ্ধারকৃত পাখির মধ্যে কালিম ও সরালি মিলিয়ে মোট ২৫টি বণ্যপ্রাণী
পুলিশ একাডেমী পদ্মানদী সংলগ্ন এলাকায় অবমুক্ত করা হয়। অন্যান্য পাখিগুলো
নাটোরের চলনবিল এবং পবা উপজেলার বিলে ইতিমধ্যে অবমুক্ত করা হয়েছে।