রাজশাহীর বাগমারায় বিষ পান করে আত্মহত্যা করেছেন ষষ্ঠ শ্রেনীর এক শিক্ষার্থী, মিথিলা(১৪)
৮ ডিসেম্বর বুধবার সকালে উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের খামারগ্রাম এলাকায় এমন ঘটনা ঘটে।
মিথিলা খামার গ্রামের মোঃ বাদশার মেয়ে। গত বুধবার সকালে তার বিষপানের ব্যপারটি তার পরিবার টের পেলে তাকে প্রথমে বাগমারা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে কর্মরত চিকিৎসকরা অবস্থা বেগতিক দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এ রেফার্ড করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেইখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, প্রেমে ব্যর্থ হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
এই বিষয়ে বাগমারা থানায় ওসি মোস্তাক আহম্মেদ বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছ।