অতনু চৌধুরী (রাজু),বাগেরহাট  প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলহ্মে ৩’শতাধিক অস্বচ্ছল পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন, পি.ডি.এম ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোংলার কৃতিসন্তান দানবীর আমেরিকা প্রবাসী দিপস্কার মৃধা (দিপু)। মঙ্গলবার (১১ মে) বিকালে দহ্মিণ চাঁদপাই মাজারে চাঁদপাই ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা মোঃ তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আর্থিক সহায়তা প্রদান করেন। আরো উপস্থিত ছিলেন, ইউপি নির্বাচনের প্রার্থীগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ঈদ ও করোনা কালে এ আর্থিক সহযোগীতা পেয়ে সুবিধাভোগী পরিবারগুলো দারুন খুশি। তাছাড়া করোনা কালের প্রথম থেকেই দিপু মৃধার সহায়তার হাত ছিল সবার উপরে। স্বাস্থ্য সচেতনতা, খাদ্য সহায়তা, আর্থিক সহায়তা সব হ্মেত্রেই দিপু মৃধার মানবিক সহায়তা ছিল প্রসংসনীয়। তিনি আর্থিক মানবতার সেবায় কাজ করার জন্য গড়ে তুলেছেন সেবামূলক সংগঠন পি.ডি.এম ফাউন্ডেশন।

সংগঠনের হয়ে উপস্থিত ছিলেন, দুলাল ফকির, সাংবাদিক অতনু চৌধুরী (রাজু), আকরাম ফকির, ইমাম আজিজুল, শুভ বিশ্বাস, সজিব, মনোজিত, তুহিন শিকদার, অসিম বিশ্বাস প্রমূখ। সাংবাদিক অতনু চৌধুরী ( রাজু),