পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।
এ সময় প্রধান অতিথি বলেন, সব শিশুকেই শেখ রাসেল মাসিকতায় পরিচর্যা করতে হবে। এ শিশুরাই হয়তো আগামী দিনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথবা দেশরত্ন শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী হাসান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিলদার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। আলোচনা শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্ব স্ব প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচী পালন করেছে। এছাড়াও এ উপলক্ষে মোরেলগঞ্জ পৌরসভায় মেয়র এসএম মনিরুল হক তালুকদারের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মহিদুজ্জামানের নেতৃত্বে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।