আজম খান, বাঘারপাড়া (যশার): যশোরের বাঘারপাড়া উপজলো বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভাচর্যুয়ালি বক্তব্য রাখেন , যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল কবীর বিপুল ফারাজী।
উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বুলবুল মোর্শেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শের আলীর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারি অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি বায়জিদ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর সিদ্দিকি, সুলতান মাহমুদ, ইউপি সদস্য ফিরাজ হাসন, শেখ পলাশ প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।