বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় জেলা ট্রাফিক পুলিশ অফিসের নিয়মিত অভিযানে ৭৮টি মটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রে ত্রæটি
থাকায় সাতটি মামলাও হয়েছে।
গতকাল সোমবার সকালে উপজেলার চৌরাস্তায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, মটরসাইকেলের নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স ও ট্যাক্সটোকেন সংক্রান্ত ত্রæটি থাকায় ৭৮টি মটরসাইকেল জব্দ ও ৭টি মামলা হয়। জব্দকৃত মটরসাইকেল বাঘারপাড়া থানা পুলিশের জিম্মায় আছে এবং গাড়ির প্রকৃত মালিকরা প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শণ করে নিজ জিম্মায় নিতে পারবেন। এ দিন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন টিএসআই (ট্রাফিক সার্জেন্ট, পরিদর্শক) সাইফুল ইসলাম। এ সময় তাঁকে সহযোগিতা করেন বাঘারপাড়া থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।